১৮ বছরেই জিতলেন ৩৫.৮ মিলিয়ন ডলারের জ্যাকপট!

কানাডার নাগরিক জুলিয়েট। তার বয়স মাত্র ১৮ বছর। এরই মধ্যে লটালি টিকেচ কিনে নিজের ভাগ্য পর্রিবতন করেছেন তিনি। প্রথম চেষ্টাতেই তিনি জিতে নিয়েছেন ৪৮ মিলিয়ন কানাডিয়ান ডলারের জ্যাকপট। মার্কিন ডলারে যার অর্থের পরিমাণ ৩৫.৮ মিলিয়ন।

এই জ্যাকপট জিতে কানাডার সবেচেয়ে কমবয়সে বড় অঙ্কের লটারি জেতার রেকর্ডও গড়েছেন ১৮ বছর বয়সী জুলিয়েট।
এতো বড় লটারি জিতেও পা মাটিতেই রাখছেন জুলিয়েট। লেখাপড়া শেষ করে তিনি ডাক্তার হতে চান।

জুলিয়েট বলেছেন, ‌‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথমবারেই এতো বড় জ্যাকপট জিতেছি।’