সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: জায়েদ খান

দেশের আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এই নায়ক।

আজ বৃহস্পতিবার ২৩ মার্চ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। ছভিতে দেখা যায় জায়নামাজে বসে হাত তুলে দোয়ায় মগ্ন তিনি। ছবির সঙ্গে জুড়ে ক্যাপশনে লিখেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত রোযা ও নামাজ পড়ার তৌফিক দান করুন।

মন্তব্যের ঘরে নেটিজেরা বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। অনেকে আবার ব্যাঙ্গ করতেও ছাড়ছেন না। কেউ লিখেছেন, মনে হচ্ছে কোন সিনেমা থেকে কাট করা ছবি। সম্প্রতি জায়েদ শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ শিরোনামের সিনেমার শুটিং। এই সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।