রমজান হচ্ছে অধিক সওয়াব লাভের মৌসুম: সিদ্দিক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সেখানে মাঝে মাঝে ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত বিষয়েও কথা বলে থাকেন। আবার কখনো ধর্মীয় বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। পর্দার পরিচিত এ মুখ এবার পবিত্র রমজান নিয়ে কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সমস্ত প্রশংসা, শোকর, ছানা, হামদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যিনি রমজানকে শ্রেষ্ঠ মাস হিসেবে নির্ধারণ করেছেন এবং সে সময় মুমিন মুসলিমের প্রত্যেক ভালো কাজের প্রতিদান বৃদ্ধি করে দেয়ার সুসংবাদ দিয়েছেন।’

‘আহ! আমাদের সময়গুলো কতই না দ্রুত কেটে যাচ্ছে। চলন্ত মেঘমালার ন্যায় দিনগুলো গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে দূরন্ত গতিতে। বছর কতই না দ্রুত কেটে যাচ্ছে। আর আমরা জীবন চলার পথে বেখবর-অলস সময় কাটাচ্ছি। হায়, আমাদের চেতনা কবে ফিরে আসবে। আমরা কখন জাগব? আমাদের মধ্যে কম সংখ্যক লোক এমন আছেন, যারা বাস্তবতা ও পরিণতি নিয়ে চিন্তা করছেন অথবা তার থেকে উপদেশ গ্রহণ করছেন। রমজানুল মোবারক আমাদের দ্বারে উপনীত। স্বাগতম প্রিয় মাহে রমজান।’

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মানব জীবনের সংক্ষিপ্ত এবং নির্ধারিত বয়স ও অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য অধিক পরিমাণ সওয়াব লাভের জন্য ভালো কাজের কিছু মৌসুম রেখেছেন। তার জন্য স্থান এবং কালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কখনো কখনো। যে কাল ও স্থানের মাধ্যমে সে তার ত্রুটি-বিচ্যুতির ক্ষতি পুষিয়ে নিতে পারে। সেসব বিশেষ মৌসুমের মধ্য থেকে অন্যতম একটি মৌসুম হল পবিত্র রমজান মাস।’

এরপরই এ অভিনেতা পবিত্র কুরআনের একটি আয়াতের বাংলা অর্থ উল্লেখ করেন। লেখেন, ‘আল্লাহ তাআলা বলেন: হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। – সূরা বাকারা, ১৮৩।’ সবশেষ তিনি লেখেন, ‘রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করি এবং সঠিকভাবে মাহে রমজান পালন করি। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন, আমিন।’