সপ্তাহ তিনেক আগে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তরুণ গায়ক তাশরিফ খান। এর ফলে মুখের এক পাশে বাঁকা হয়ে যায় তার। তবে এ গায়কের অনুরাগীদের জন্য মন ভালো করা খবর হচ্ছে এখন অনেকটা সুস্থ তাশরিফ। তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে তাশরিফ যখন জীবনের কঠিন সময় পার করেছেন ঠিক তখনি আগমণ ঘটলো পবিত্র রমযানের। বৃহস্পতিবার (২৩ মার্চ) নিজের ফেরিফায়েড ফেজবুক পেইজে এক পোস্টে তাশরিফ জানান, পুরো রোজার মাস জূড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরত থাকবেন।
ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়। গত কয়েকবছরে অসুস্থতা এবং নানবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি।
তিনি আরও লেখেন, এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি। পুরো রোজার মাস জূড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!