মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না। কালজয়ী এই গানের কথাগুলা কবে বাস্তবে রূপান্তরিত হবে। সেই আশায় বসে আছে হাজারো গরীব মানুষ।
নতুন খবর হচ্ছে, জন্মের কয়েক বছর যেতে না যেতেই জীবনের রঙ নিভে যেতে বসেছে ছোট্ট শিশু হাবিবার। মাত্র তিন বছর বয়স থেকে এক পায়ে বাঁশ বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে শিশুটি।
এদিকে, হাবিবার বাবা নুরুল আমিন জানান, রিকশা চালিয়ে কোনমতে সংসার চালাই। মেয়ের চিকিৎসার টাকা পাবো কেমনে। মেয়ের চিকিৎসা ও একটি পা লাগাতে পারলে মেয়েটা একটু শান্তি পেত।