Home খেলাধুলা ৬৬ লাখ টাকায় সাইফ স্পোর্টিং এ জামাল ভূঁইয়া

৬৬ লাখ টাকায় সাইফ স্পোর্টিং এ জামাল ভূঁইয়া

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের সাথে। তিনি টানা ৩য় মৌসুমের জন্য ৬৬ লাখ টাকায় এই চুক্তিবদ্ধ হন।

তার এই চুক্তির সময় হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত। তিনি ২০১৩ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেলছেন। তবে ঘরোয়া ফুটবলে প্রথম নাম লেখান ২০১৪ সালে শেখ জামাল ক্লাবের হয়ে।

সেখান থেকে ২০১৭ সালে গায়ে তুলে নেন সাইফের জার্সি। আগামী মৌসুমে টানা তৃতীয় বারের মতো করপোরেট ক্লাবটিতে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।