Home খেলাধুলা ৩য় তুলে উইকেট নিলেন মিরাজ

৩য় তুলে উইকেট নিলেন মিরাজ

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে আজ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে সময় ভোর ৪টায় মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। আজকের এই ম্যাচে একটি পরিবর্তন। আগের দুম্যাচেই ফিফটি করা মোহাম্মদ মিঠুন চোটে বাইরে, তার জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন।

বোলিংয়ে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনারকেই দ্রুত সাজঘরের ফেরান টাইগার বোলাররা। এরপর ভয়ঙ্কর হয়ে উঠা নিকোলসকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান।