Home স্বাস্থ্য ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৬৮৬ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৬৮৬ ডেঙ্গু রোগী

দিনের পর দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। সাড়া দেশে ভয়ঙ্কর রুপ ধারন করেছে ডেঙ্গু। ইতিমধ্যে অনেকে মারাও গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। হাসপাতাল গুলোতে উপচে পরা ভিড় ডেঙ্গু আক্রান্ত রোগীর। চিকিৎসা সেবা ও থাকার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলো।

গত শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৭ জন রোগী। ঢাকা থেকে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন রোগী। আলাদা ওয়ার্ড ও বিশেষ চিকিৎসা টিম গঠন করে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কার্ডিওলজি ওয়ার্ডের ভেতরে অস্থায়ীভাবে ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত বেডের অভাবে মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম বলেন, এখানকার রোগী সবাই ঢাকা থেকে এসেছে। আমরা কার্ডিওলজি ওয়ার্ডে সাময়িকভাবে ডেঙ্গু ওয়ার্ড বানিয়ে তাদের চিকিৎসা দিচ্ছি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ডেঙ্গু পরীক্ষার কীট সঙ্কট। পাশাপাশি চিকিৎসা সেবা নিয়ে রয়েছে রোগীদের নানা অভিযোগ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে এ হাসপাতালে ১শ’ ৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে শুক্রবার (২ আগস্ট) ভর্তি হয়েছেন ৬২ জন। রোগী বলেন, বাসের মধ্যে আমাকে মশায় কামড় দিয়েছে। এরপর থেকে হালকা জ্বর। ডাক্তারের কাছে আসলে ডাক্তার জানায় আমার ডেঙ্গু হয়েছে।

এছাড়া, সাতক্ষীরা, জামালপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও নাটোরসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।