Home খেলাধুলা ২০১৯ সালে ব্রাজিলের পারফর্মেন্স

২০১৯ সালে ব্রাজিলের পারফর্মেন্স

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে মাঠে নেমেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিল জিতেছে ৩-০ গোলে। এই ম্যাচটি দিয়েই শেষ হয়েছে ২০১৯ সালে ব্রাজিলের মিশন।

২০১৯ সালে ব্রাজিলের মিশ্র সময় কাটিয়েছে। তবে তুলনা করতে গেলে বছরটিতে তাদের সফলতার হারই বেশি ছিল। এই বছরেই তারা জিতেছে কোপা আমেরিকা।

২০১৯ সালে ব্রাজিল মোট ১৬টি ম্যাচ খেলেছে। এই ১৬টি ম্যাচের মধ্যে জিতেছে ৯টি (একটি টাইব্রেকারে) , হেরেছে ২টি, ড্র করেছে ৫ টি।

এই বছর ব্রাজিলের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ছিল ৭-০, যা তারা পেয়েছিল হুন্ডুরাসের বিপক্ষে। সর্বোচ্চ ব্যবধানে হার ছিল ১-০ গোলে যা তারা হেরেছে পেরু এবং আর্জেন্টিনা উভয় দলের বিপক্ষেই।

১৬ ম্যাচে ব্রাজিল গোল করেছে-৩৩টি। বিপরীতে গোল হজম করেছে- ৯টি।