Home খেলাধুলা ২য় টেস্টে নাঈমকে রাখার ইঙ্গিত, করানো হলো প্র্যাকটিস

২য় টেস্টে নাঈমকে রাখার ইঙ্গিত, করানো হলো প্র্যাকটিস

২য় টেস্টকে সামনে রেখেই এখন অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। এর মাঝেই অনুশীলন করতে দেখা গিয়েছে নাঈম শেখকে। এর মাঝেই টাইগার কোচ জানিয়ে দিলেন যে বিশাল পরিবর্তনের কথা।

এই ব্যাপারে তিনি বলেন ,’ বাংলাদেশ যেভাবে টেস্ট খেলে সেভাবে বেশিদূর এগিয়ে যেতে পারবে না। সফল হতে হলে দলের কাঠামো ভাঙতে হবে। না হলে এই একই ফল হতেই থাকবে। নির্বাচকদের সঙ্গে বসে আমার ঠিক করতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে কোন খেলোয়াড়রা দলকে এগিয়ে নিতে পারবে। যদি আমাদের নতুন মুখের প্রয়োজন হয় সেটাই করতে হবে। হয়তো কিছুটা সময ভুগতে হবে। কিন্তু এখন যা হচ্ছে এর চেয়ে খারাপ কিছু হবে না।’

টেস্ট ক্রিকেটে প্রায় ২০ বছর কাটানো বাংলাদেশের এমন সমন্বয়হীনতার জন্য এখনই বেশ কিছু সাবধানী পদক্ষেপ নিতে চান ডোমিঙ্গো। সেটা হল দলে কাটছাট করা।