Home খেলাধুলা হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

চলতি বিশ্বকাপের ১২ তম আসরের ২য় সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার শেষ হয়েছে ১ম সেমিফাইনাল খেলা। সেও ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

আজ বৃহস্পতিবার যে দল জিতবে সেই দলই পাবে ফাইনালের টিকিট। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশরা। ফাইনালের টিকিট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানে অবস্থান করছেন। অপরদিকে ইংল্যান্ড আছে পয়েন্ট টেবিলের ৩ নম্বর অবস্থানে। পূর্বের পাঁচবার চ্যাম্পিয়নশিপের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া আরো একবার ফাইনালে উঠতে মরিয়া। প্রথম পর্বে দু’দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের বিপক্ষে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা। তবে প্রথম পর্বের হারের স্মৃতি ভুলে ফাইনালের টিকিটের জন্য লড়াই করতে মরিয়া ইংলিশরা।