Home আন্তর্জাতিক হঠাৎ সৌদিতে প্রচণ্ড ঝড়

হঠাৎ সৌদিতে প্রচণ্ড ঝড়

আজ সন্ধ্যায় থেকে সৌদি আরবে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আরাফাতের ময়দানে আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করছেন হজ করতে আশা পুণ্যার্থীরা।

তাছাড়া সারা শহরে ঝড় ও বজ্রবৃষ্টিতে হঠাৎ করেই তীর্থযাত্রীরা সমস্যায় পড়েন। সৌদি সংবাদ মাধ্যম খালিজ টাইমস ১০ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায়। ঝড়-বৃষ্টির ভিডিও টুইটারে টুইটও করে।

এর আগে, আজ শনিবার জোহরের আজানের পর হজের খুতবা পড়েন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ। জোহর-আসর একসঙ্গে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করার কথা ছিল হাজিদের।

এরপর দুপুর আড়াইটা পর্যন্ত অত্যন্ত গরম আর আর্দ্র আবহাওয়া ছিল এই এলাকায়। হঠাৎ করেই বজ্রপাত ও বিদ্যুৎ চমকের মধ্য দিয়ে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।