Home খেলাধুলা স্মিথ আসায় অবসরের ইঙ্গিত পেইনের!

স্মিথ আসায় অবসরের ইঙ্গিত পেইনের!

স্মিথ-ওয়ার্নার নিষেধাজ্ঞায় থাকার পরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় পেইনকে। এরপরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় পেইনকে। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি এতোটা সফল ছিলো না।

অজিদের টেস্ট অধিনায়কত্ব দেয়া হয় পেইনকে। স্টিভ ওয়াহর পর প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে অ্যাশেজ ধরে রাখার কীর্তি গড়েন পেইন। যদিও পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়েছেন নিষেধাজ্ঞা শেষে দলে ফেরা স্মিথ। যে কারণে অজি সাবেক ক্রিকেটারদের অনেকেই আবারো স্মিথকে নেতৃত্বের দায়িত্বে দেখতে চাইছেন।

আগামী বছর শেষ হবে অধিনায়কত্বে স্মিথের নিষেধাজ্ঞা। এই সময়ে পেইনের নেতৃত্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে অজিরা। সেই সময়তেই অবসরের ঘোষণা আসতে পারে পেইন থেকে।