Home খেলাধুলা স্পিন বিষেই আটকানো হবে ক্যারিবিয়দের?

স্পিন বিষেই আটকানো হবে ক্যারিবিয়দের?

প্রথম ম্যাচে খড়কুটোর মত উড়ে যাওয়া সাকিব আল হাসানের দল এবার দ্বিতীয় ম্যাচে ফিরতে মরিয়া। বাংলাদেশ নিজেদের শক্তি দেখাতে চায় এই ম্যাচে। আগামীকাল অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে সিলেটে কোন সুযোগই পায়নি বাংলাদেশ। ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই চরম পর্যদুস্ত হয়েছে টাইগাররা।

এই ম্যাচে মাঠে নামার আগে প্রশ্ন ঘুড়পাক খাচ্ছে সবার মনে, কেমন হবে বাংলাদেশের এই ম্যাচের পিচ?

আগের ম্যাচে বেধরক পিটুনি খেয়েছে বাংলাদেশের বোলাররা। স্পিন বা পেস কোনটাই কাজে আসেনি। তবে এই ম্যাচে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ নিজের অস্ত্র স্পিন দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা কর এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। আর যদি সেটা হয় তাহলে স্পিন নির্ভর একাদশ তৈরি করে টাইগাররা। তখন একাদশে আসতে পারে বাড়তি স্পিনার।