Home খেলাধুলা সৌম্যের গত ১২ ম্যাচের পরিসংখ্যান দেখলে অবাক হবে আপনিও

সৌম্যের গত ১২ ম্যাচের পরিসংখ্যান দেখলে অবাক হবে আপনিও

বরাবরেই হার্ডহিটার নামে পরিচিত ছিলেন সৌম্য সরকার। আর জাতীয় দলের হয়ে তার ফর্মও ছিলো বেশ ভালো। কিন্তু সময়ের বিবর্তনে তিনি হারিয়ে গিয়েছেন দ্রুত। আর সেই হারানো সৌম্যকে আর খুজেই পাওয়া যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক সৌম্যের গত ১২ ম্যাচের পরিসংখ্যানঃ

০(৪)
১৪(১২)
২৪(২২)
১(৩)
১০(১১)
১(২)
৩(৯)
১৫(১৩)
০(১)
১৪(১৮)
৫(৪)
৫(৪)।

হার্ডহিটার বলে পরিচিত সৌম্য টি-টুয়েন্টি ফরম্যাটে ভাল করার কথা। আশ্চর্য্যজনক হলেও সত্য, এই ফরম্যাটে সৌম্য এখন পর্যন্ত ব্যর্থ। তবে এমন হলে যে তার জাতীয় দলে ডকা পাওয়া কঠিন হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।