Home খেলাধুলা সৌম্যর জায়গায় আসতে পারেন যিনি

সৌম্যর জায়গায় আসতে পারেন যিনি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগেই দুঃসংবাদ পেল টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াইয়ের আগে আজ অনুশীলন করেছে বাংলাদেশ। আর এই অনুশীলনেই চোট পান দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা সৌম্য সরকার।

ব্যাটিং অনুশীলন করার সময় ডান হাতের ফোরআর্মে চোট পান এই ওপেনার ব্যাটসম্যান।

এদিকে ইনজুরিরতে পরার সাথে সাথেই আইসপ্যাক দেয়া হয়। সৌম্য ছাড়া বাকিরা অনুশীলন করেছে।

জানা গেছে সৌম্যর ইনজুরি গুরুতর নয়। তার খেলার সম্ভাবনা আছে প্রথম ম্যাচেই। যদি খেলতে না পারে তাহলে বিকল্প নেয়া হবে।

যদি সৌম্য সরকার খেলতে না পারে তাহলে তার জায়গায় খেলবেন এনামুল বিজয়।