Home বিনোদন সেই সুবহা এখন চলচ্চিত্রে

সেই সুবহা এখন চলচ্চিত্রে

রফিক সিকদার সিনেমা বানাবেন আর তাতে কোন ঝামেলা হবে না তা তো হতেই পারে না। প্রথম চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’- বানাতে গিয়ে পরিবর্তন করেছেন একাধিক অভিনেত্রী।

দ্বিতীয় ছবি ‘হৃদয়জুড়ে’-বানাতে গিয়ে তিনি তো ছবির নায়িকাকেই প্রস্তাব দিয়ে বসেন। সেটা নিয়েও অনেক জলঘোলা হয়েছে।

‘অশ্রুঘর’ নামে একটি চলচ্চিত্র বানানোর ঘোষণা দিয়েছেন। আর সেখানেই নায়ক হিসেবে নিরবকে যুক্ত করেন। পরে দেখা যায় সাইমন ও অপু বিশ্বাসকে।

তার সর্বশেষ ‘বসন্ত বিকেল’ ছবিতে নায়ক হিসেবে নিরবের নাম জানান। নায়িকা হিসেবে উষ্ণ নামের এক তরুণীর কথা প্রকাশ করেন। কিন্তু এবার মাস না পেরোতেই পাল্টে গেল সব।

ছবিতে যুক্ত হচ্ছেন নায়ক শিপন মিত্র ও নায়িকা হিসেবে আসছেন আলোচিত তরুণী এবং সোশ্যাল মিডিয়ায় নাসিরের গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত সুবহা।