Home খেলাধুলা সিলেট পর্বে খুলনার ভাগ্য বদলানোর লড়াই

সিলেট পর্বে খুলনার ভাগ্য বদলানোর লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম পর্ব ঢাকা পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শেষ হয়েছে প্রথম পর্ব। আগামীকাল থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে।

বিপিএলের ঢাকা পর্ব খুবই বাজে কেটেছে খুলনা টাইটান্সের। ঢাকা পর্বে চারটি ম্যাচ খেলেছে খুলনা। যার মধ্যে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা।

আগামীকাল ১৫ই জানুয়ারি সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। বাংলাদেশ সময় দেড়টায় শুরু হবে ম্যাচটি। সিলেট পর্বে খুলনা নিজেদের ভাগ্য বদলাতে পারে কিনা এবার সেটাই দেখার পালা।

খুলনা টাইটান্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জহির খান, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, সেলফেইন রাদারাফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।