Home খেলাধুলা সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পায় ভারত। রোহিত শর্মা জোড়া সেঞ্চুরি ও রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় ভারত। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-ভারত। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারত। আর এক্ষেত্রে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে ভারত।

যার মানে আগামীকাল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশঃ মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।