Home খেলাধুলা সিরিজ জুড়ে দানশীল মুস্তাফিজ

সিরিজ জুড়ে দানশীল মুস্তাফিজ

বাংলাদেশ এবং ভারতের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজুর রহমান। আর তিনটি ম্যাচেই আশীর্বাদ ছিলে প্রতিপক্ষের জন্য।

প্রথম ম্যাচে মুস্তাফিজ করেছেন ২ ওভার। রান দিয়েছেন ১৫টি। এই ম্যাচে তার বোলিং গড় ছিল ৭.৫০ এবং এটাই তার পুরো সিরিজে সেরা বোলিং গড়। কোন উইকেট পাননি তিনি।

দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ বোলিং করেছেন ৩.৪ ওভার। রান দিয়েছেন ৩৫টি। বোলিং গড় ৯.৫৫। এই ম্যাচেও নেই কোন উইকেট।

শেষ ম্যাচে করেছেন ৪ ওভার। দিয়েছেন ৪২টি রান। গড় ১০.৫০। এই ম্যাচেও উইকেটের ঘর শূন্য।

তিনটি ম্যাচের এই পারফর্মেন্সই বলে দেয় মুস্তাফিজের অবস্থা। বর্তমানে কতটা বাজে সময় তিনি পার করছেন সেটা বলে দেয় তার এই পারফর্মেন্সই।