Home খেলাধুলা সিপিএল ১ম, আইপিএল ৩য়, বিপিএল ৭ম

সিপিএল ১ম, আইপিএল ৩য়, বিপিএল ৭ম

টি-২০ ক্রিকেটকেই বলা হয় চার-ছক্কার যুগ। এই আসরগুলোতে যতোবেশি রান হয় ততো বেশি দর্শক হয়। আর জায়গাটিতে সবচেয়ে বেশি আছে সিপিএল। যার কিনা দলীয়ভাবে সবচেয়ে বেশি প্রথম ইনিংসে রান করেছে। গড়ে প্রথম ইনিংসে ১৭২ রান করে দলীয় সংগ্রহ হয়েছিলো সিপিএলের গত আসরটিতে।

সিপিএলের পরেই এই লিস্টে ২য় স্থানে রয়েছে গত বছরই শুরু হওয়া আফগানিস্তান প্রিমিয়ার লীগ(এপিএল)!
শারজাহ স্টেডিয়ামের মাঠ তুলনামূলক ছোট হওয়ায় এবং আফগান ক্রিকেটাররা পারফর্ম করার সুবাধে প্রথম ইনিংসে গড়ে ১৭০ রান করে দলীয় সংগ্রহ হয়েছিলো! ৩য় স্থানে রয়েছে বিশ্বের সেরা টি-২০ ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল।

গত আসরটিতে ২৪০+ এর মত হাইস্কোর এবং সিলেট, চট্টগ্রামে প্রায় প্রতি ম্যাচেই ১৮০+ স্কোর উঠলেও টি-২০ এর জন্য অনুপযোগী মিরপুরের জঘন্য স্পিনিং ট্র‍্যাকে বিপিএলের দলগুলো বেশ কয়েকবার ১০০ এর নিচে অল আউট হওয়ার দরুণ তালিকার নিচের দিকে রয়েছে বহুল সমালোচিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)। এই তালিকায় ৭ম স্থানে আছে আলোচিত এই লীগটি।