Home শিক্ষা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজও অচল ঢাবি

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজও অচল ঢাবি

রাজধানীর সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারও ঢাবির বিভিন্ন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করছে তারা এতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাবি।

সকাল ১০টা ২০ মিনিট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছেন, আমাদের একটাই দাবি সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।

এদিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, আইএমএলের প্রধান ফটজ, কার্জন হল, আই আর ভবন, লেকচার থিয়েটারে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা ফলে বন্ধ রয়েছে সকল ক্লাস পরীক্ষা।