Home চিত্র বিচিত্র সাগরের নিচে শহর আবিষ্কার, উদ্ধার সোনার নৌকা

সাগরের নিচে শহর আবিষ্কার, উদ্ধার সোনার নৌকা

ভূমধ্যসাগরের তলায় চাপা পড়ে থাকা নতুন শহরের খোজ মিলেছে। সমুদ্রের ১৫০ ফুট গভীরে দেখা মিলল দুই হাজার বছরের পুরনো শহরের মন্দির ও বিভিন্ন মূর্তির। পাওয়া গেল ৬৪টি প্রাচীন নৌকা, যা বাসনপত্র, সোনার মুদ্রা ও গয়নাগাটিতে পরিপূর্ণ। ২০০০ সালে প্রথমবারের মতো এ শহরের খোঁজ পান এক দল মেরিন আর্কিওলজিস্ট। এরপর উদ্ধারকাজ শুরু হয়, যা আজও চলছে।

গবেষক ফ্রাংক গোডিও তাঁর সহকারীদের নিয়ে মিসরীয় উপকূলে ১৮ শতাব্দীর ফরাসি যুদ্ধজাহাজের খোঁজ চালাচ্ছিলেন। এ সময় তাঁরা একটি বিরাট পাথর দেখতে পান। একে একে খুঁজে পাওয়া যায় আরো পাঁচটি পাথর। এ পাথরের নিচেই চাপা পড়েছিল হারিয়ে যাওয়া শহর।

সমুদ্রের তলা থেকে উদ্ধার হওয়া মুদ্রাগুলো দেখে আন্দাজ করা হচ্ছে, খ্রিস্টপূর্ব ৩০ শতাব্দীতে ব্যবহৃত হতো এ ধরনের মুদ্রা। ব্রোঞ্জের মুদ্রাগুলো রাজা টলেমির সময়কালের। গবেষকদের আন্দাজ, বাইজেন্টাইন সাম্রাজ্যের সূচনা অবধি এই শহরে বসবাস ছিল মানুষের।

বছর ১৫ ধরে উদ্ধারকাজ চালিয়ে গবেষকরা ৬৪টি জাহাজ, ৭০০টি নোঙর, ১৬ ফুট উচ্চতার দুটি মূর্তি, প্রচুর সোনার গয়না, ব্রোঞ্জের মুদ্রা পান। মিসরীয় দেবতা আমুন-গেরেবের মন্দিরের ভাঙা অংশও উদ্ধার হয়।

গবেষক ফ্রাংক গোডিও বলেন, ‘আরো ১০০ বছর ধরে উদ্ধারকাজ চললেও হয়তো এ শহরকে সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব নয়। এই শহরের হয়তো আরো অনেক ইতিহাস আছে, যা এখনো জানা সম্ভব হয়নি।