Home খেলাধুলা সাইফুদ্দিন দেখে এখন আফসোস করতেই পারে মোস্তাফিজ

সাইফুদ্দিন দেখে এখন আফসোস করতেই পারে মোস্তাফিজ

শুরুর দিকে বাংলাদেশ দলের আশার নাম ছিলেন কাটার মোস্তাফিজুর। কিন্তু এরপরের বাকিটা যেন শুধু ইতিহাস। আইপিএলের এক ইনজুরিই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এই সিরিজে যে একদমেই ব্যর্থ কাটার মোস্তাফিজ।

বল হাতে যেন ব্যর্থ হচ্ছেন একের পর এক। এখন বুমরাহ, আর রাবাদার অবস্থান কোথায়, আর আমাদের মুস্তাফিজের অবস্থান এখন কোথায়! অথচ ফিজের শুরুটা কতই না বর্ণিল ছিল। সময়ের সাথে সাথে যেখানে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার কথা, সেখানে মুস্তাফিজ শুরুর ফিজকেই হারিয়ে ফেলেছেন।

অন্যদিকে বুমরাহ, রাবাদা নিজেদেরকে শুরুর চেয়েও কয়েক কাঠি এগিয়ে নিয়ে গেছে! সাইফুদ্দীনের কথাই ধরুন না, শুরুর সাইফুদ্দীন আর আজকের সাইফুদ্দীনের মাঝে পার্থক্যটা দিনের আলোর মতো স্পষ্ট। শেখার মানসিকতা, আর পরিশ্রমের ফলে সাইফুদ্দীন এখন অনেকটাই পরিণত। আর সেই সাইফুদ্দিনকে দেখে এখন আফসোস করতেই পারেন মোস্তাফিজ।