Home খেলাধুলা সরফরাজের নেতৃত্ব হারানো ইস্যুতে মুখ খুললেন মিয়াদাদ

সরফরাজের নেতৃত্ব হারানো ইস্যুতে মুখ খুললেন মিয়াদাদ

পাকিস্তান দলের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরফরাজ আহমেদকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলের দুই ফরম্যাটে সরফরাজ নেতৃত্ব হারানোয় হতাশ দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতেও অধিনায়ক থাকতে পারত সরফরাজ। তার ডেপুটি হিসেবে বাবর আজমকে রাখা যেত। টেস্ট ক্রিকেটে ব্রেয়ারলির পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু সে অধিনায়ক হিসেবে দুর্দান্ত থাকায় খেলে গিয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রথম স্লিপ পজিশনে সে ভালো ফিল্ডিং করতো। ব্যাটসম্যান হিসেবে সরফরাজের পারফরম্যান্স ভালো না হলেও উইকেটরক্ষক হিসেবে সে দারুণ। বোর্ডের উচিত ছিল তাকে আরও সময় দেয়া।’