Home খেলাধুলা শ্রীলঙ্কা সফরের আগে একটি সুসংবাদ ও জোড়া দুসংবাদ পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের আগে একটি সুসংবাদ ও জোড়া দুসংবাদ পেল বাংলাদেশ

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইতিমধ্যেই বিশ্বকাপের মিশন শেষে সবাই দেশে ফিরেছে টাইগার বাহিনী। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিলন অধিনায়ক মাশরাফি। কিন্তু ইনজুরিতে থাকার কারনে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি।

অনেকেই ভেবেছিল শ্রীলঙ্কা সিরিজ খেলতে নাও যেতে পারেন তিনি। কিন্তু সেই গুজন উড়িয়ে দিয়ে অবশেষে তিনি শ্রীলঙ্কা সিরিজ খেলতে যাবেন। অপর দিকে শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না লিটন কুমার দাস। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসানের থাকাও নিশ্চিত নয় বলেই জানালেন বাশার, এটা নিয়ে আমরা বসেছিলাম। তাদের বিকল্প কাকে নেওয়া যায়। লিটন ছুটি চেয়েছে।

সম্প্রতি লিটন আনুষ্ঠানিকতার জন্যই লিটন দাস শ্রীলঙ্কা সিরিজ খেলতে যেতে পারবেন না। শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।