বিশ্বকাপের পরেই প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশের। সেই সিরিজে বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কার। এই সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আরেই সিরিজেই জয় কিংবা পরাজয়ের উপর আসতে যাচ্ছে র্যাংকিংয়ে পরিবর্তন। বাংলাদেশের সামনে র্যাংকিং ধরে রাখার বিশাল চ্যালেঞ্জ। শুক্রবার থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যদি বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলে র্যাংকিংয়ে ৬ নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান অনেক কমে আসবে। যদি কোনোভাবে একটি ম্যাচও না জিততে পারে, তাহলেও বাংলাদেশের অবস্থান পরিবর্তন হবে না। যদিও পয়েন্ট কমে আসবে অনেক।
লঙ্কানদের কাছে যদি ৩-০ ব্যবধানে হেরে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৬। শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮২। যদি ২-১ ব্যবধানে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৮, লঙ্কানদের হবে ৭৮। বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে পয়েন্ট থাকবে আগের ৯০। ৩-০ ব্যবধানে জিতলে পয়েন্ট হবে ৯৩। সেইক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ৩ পয়েন্ট কম থাকবে বাংলাদেশের।