Home খেলাধুলা লোকমানকে বিসিবির পদ থেকে দ্রুত সরিয়ে দেয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

লোকমানকে বিসিবির পদ থেকে দ্রুত সরিয়ে দেয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্যাসিনকাণ্ডে জড়িতের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূইয়াকে বিসিবির পদ থেকে দ্রুত সরিয়ে দেয়া উচিত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ত্রীড়া প্রতিমন্ত্রী এ কথা জানান।

ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার পরও লোকমান এখন বিসিবির পরিচালক হিসেবে বহাল রয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ড তাদের গঠনতন্ত্র অনুযায়ী চলে, আইসিসির নিয়ম অনুযায়ী চলে।

ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে সে ক্যাসিনো কাণ্ডে সে জড়িত। এখন তাকে রেখে দেয়া, এটা মানুষ ভালো চোখে দেখছে না। অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত।

মানুষ যেটা সন্দেহের চোখে দেখছে, আমার মনে হয় দ্রুত তাকে পদ থেকে সরিয়ে দেয়া উচিত। পরবর্তী সময়ে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন সেটা দেখা যাবে। তার টাকা পাচারের বিষয়টিও উঠে এসেছে। আমি মনে করি নীতিগতভাবে তাকে সরিয়ে দেয়া উচিত।’

ক্রীড়া মন্ত্রী বলেন, এ বিষয় নিয়ে আমি বিসিবির সভাপতির সাথে কথা বলেছি। আমি বলেছি, যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত। বিসিবি এ বিষয়টি দেখছে বলে আমাকে বলেছেন।