Home খেলাধুলা রোহিত-কোহলির ঝামেলা নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার

রোহিত-কোহলির ঝামেলা নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার

শিরোপা জয়ের লক্ষ্যেই বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। বিশ্বকাপ থেকে ভারত ছিটকে পরার পর গুঞ্জন উঠে ভারতীয় দল দুই দলে বিভক্ত। যার ফল গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব পড়েছে বলেই মনে করেন অনেকেই।

বিশ্বকাপ শুরু থেকে ভারতীয় দলে কোন্দল ছিল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেনার রোহিত শর্মার ঝামেলা আছে। এমনকি ভারতীয় দল দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্ব দেন কোহলি ও অন্য ভাগের নেতৃত্বে রোহিত।

যদিও কোহলি নিজেই জানিয়েছেন রোহিতের সঙ্গে কোনো ঝামেলা নেই তার। এবার রোহিত-কোহলির ঝামেলা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শোনা যাচ্ছে যে কোহলি ও রোহিতের মধ্যে ঝামেলা চলছে। কিন্তু এসব খবর পুরোপুরি সত্য নয়। তবে দুজনের মধ্যে কোনো বিষয়ে ঝামেলা চলছে সম্ভবত। যদিও সেটা বিশ্বকাপের আগে। আমি যখন ভারতে ছিলাম, তখন দুজনকে খুব একটা স্বচ্ছন্দ্য মনে হয়নি। যেটা দলের জন্যও ক্ষতিকর।’