সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। আর আসন্ন আসরকে সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
বিপিএলের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। চার বছর পর রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএল মাতাতে দেখা যাবে তাকে। এর আগে ২০১৫ সালের বিপিএলে রংপুরে খেলেছিলেন নবি।
ফের রংপুর শিবিরে নাম লিখিয়েছেন তিনি। সেবার সাকিবের নেতৃত্বে খেলেছিলেন তিনি এবং ৭ ম্যাচ খেলে ৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। ৪ ইনিংসে ব্যাট হাতে মাত্র ৩৭ রান করেছিলেন নবি।
অন্যদিকে বল হাতে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই আবারো তাকে দলে নেওয়া হয়েছে।