Home খেলাধুলা যে কারনে আফসোস নেইমারের

যে কারনে আফসোস নেইমারের

সম্প্রতি আফসোস করছেন নেইমার। বার্সেলোনায় যাওয়া হচ্ছে না তাঁর। আর এই কারনেই তিনি আফসোস করছেন এবং থেকে যেতে হচ্ছে বর্তমান ক্লাবে। মূলত ন্যু ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে পিএসজির বনিবনা না হওয়ার জেরে বর্তমান ক্লাবে থেকে যেতে হচ্ছে তাকে। সে সঙ্গে স্বপ্নগুলো মাটিচাপা পড়েছে ব্রাজিল তারকার।

আন্তর্জার্তিক সংবাদমাধ্যমে জানা যায়, চলতি দলবদলের শেষ সপ্তাহে মোট তিনটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু এর একটিও পছন্দ হয়নি নেইমারের। সম্প্রতি ফরাসি চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বিষয়টি নিশ্চিত করেন। উপযুক্ত প্রস্তাব না পেলে নেইমারকে প্যারিসেই থাকতে হবে বলে জানিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত তাই ফললো। অন্তত আগামী দলবদলের ‘উইন্ডো’ খোলার আগ পর্যন্ত পিএসজিতেই থাকতে হচ্ছে সেলেকাও তারকাকে।

প্রায় ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। যা ছিল রেকর্ড ট্রান্সফার। কিন্তু যে আশা নিয়ে তিনি ক্লাব ছাড়েন তা মোটেও ফলপ্রসূ হয়নি।