Home ভিন্ন খবর যেসব নদীতে পাওয়া যায় সোনা

যেসব নদীতে পাওয়া যায় সোনা

নদীর সঙ্গে মানবসভ্যতার সম্পর্ক সৃষ্টির আদিকাল থেকে। নদীকে ঘিরে গড়ে উঠে মানুষের জীবনযাত্রা। পানি, বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা, নগর গড়ে ওঠা, সবটাই নদীর উপর নির্ভরশীল।

জানেন কি এই বিশ্বে এমন কিছু নদী রয়েছে যেখান থেকে সোনা পাওয়া যায়! এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।

ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদী

ভারতের পশ্চিমবঙ্গ ও ঊড়িষ্যার রাজ্যের মধ্য দিয়ে সুবর্ণরেখা নদী প্রবাহিত হয়ে ঊড়িষার তালসারির কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীতে লুকিয়ে রয়েছে সোনা। এই নদীতে নাকি পানির সঙ্গে সোনাও বয়ে চলে।

খারকাই নদী

সুবর্ণরেখার উপনদী হল খারকাই। জামশেদপুরের আদিত্যপুরের উপর দিয়ে বয়ে গেছে এই নদী। এই নদীর দৈর্ঘ্য মাত্র ৩৭ কিলোমিটার।এই নদীতেও নাকি সোনা পাওয়া যায়। সুবর্ণরেখা নদীর সঙ্গে যোগসূত্রের কারণে এই খারকাইয়েও সোনা ভেসে আসে।

ক্লনডাইক নদী

কানাডার ডসন শহরের ইওকন নদীর উপনদী হল ক্লনডাইক। ওজিলভিয়ে পর্বত থেকে সৃষ্টি হয়েছে নদীটি। এই নদীর আশপাশে সোনা খুঁজে পেতে পারেন আপনিও।

এই নদীগুলোর ভিডিও দেখেনিন