Home খেলাধুলা যেভাবে কমতে পারে সাকিবের শাস্তির মেয়াদ

যেভাবে কমতে পারে সাকিবের শাস্তির মেয়াদ

সাকিব আল হাসান ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। এই সময়টা দুই বছরের জন্য। তবে দুই বছরের মধ্যে একবছর স্থগিতও করে দিয়েছে আইসিসি। বাকি থাকলো এক বছর। এই এক বছরে সাকিব যদি আর কোন দুর্নীতির সাথে জড়িত না হয় এবং আইসিসির নির্দেশনা মানে তাহলে এক বছর পরই খেলায় ফিরতে পারবে।

এদিকে সাকিব ভক্তদের মনে প্রশ্ন, এই এক বছরও কি কোন ভাবে কমাতে পারে না?

উত্তরটা হল হ্যা। কমতে পারে। তবে সেটা কেবল মাত্র আইসিসি চাইলেই সম্ভব। সেই চাওয়াটা পাওয়ায় রুপান্তর করতে হলে সাকিবকে করতে হবে কিছু কাজ।

সাকিব আগেও আইসিসির বিভিন্ন দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে অংশ গ্রহন করেছে। সেই ধারা অব্যাহত থাকবে এটা বলাই যায়। এই সব কর্মকাণ্ডে সাকিবের অংশগ্রহনে আইসিসি সন্তুষ্ট হলে কমতে পারে নিষেধাজ্ঞার মেয়াদ।

একই সাথে বিসিসি যদি আবেদন করে শাস্তি কমানোর জন্য এবং সাকিব যদি আইসিসির নির্দেশনা মেনে চলেন সেক্ষেত্রে আইসিসি তার শাস্তি কমিয়েও দিতে পারে।