Home ধর্ম যার কারণে নামাজের কাতার সোজা না হবে তার জন্য যে কঠিন শাস্তির...

যার কারণে নামাজের কাতার সোজা না হবে তার জন্য যে কঠিন শাস্তির কথা বলছেন রাসূল (সঃ)

নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় কাতার আঁকাবাঁকা হয়ে আছে। এটা কখনোই ঠিক নয়। নামাজের অন্যতম প্রধান শর্ত হল কাতার অবশ্যই সোঁজা থাকতে হবে।

মসজিদে যারা নামাজ পড়তে যায় তারা অবশ্যই একটা বিষয় এখন দেখে থাকবে যে, অনেকেই পরিমানের চেয়ে বেশি জায়গা জুড়ে দাড়িয়ে থাকে। অন্যকে দাড়ানোর সুযোগ না দিয়ে নিজে বেশি জায়গা জুড়ে দাড়ায়।

অনেক সময় এমন দেখা যায় যে, একই কাতারে এমন ভাবে কিছু মানুষ দাড়িয়েছে যারা আরেকটু গায়ের সাথে গা ঘেষে দাড়ালে অন্তত আরও দুজন মানুষ সেখানে দাড়াতে পারে।

নামাজের কাতার সোঁজা রাখা এবং গায়ের সাথে গা ঘেষে দাড়ানোর গুরুত্ব ঠিক কতটুকু?

যে ব্যাক্তি নামাজে উদাসীন থেকে কাতার সোঁজা করতে বাধা দিচ্ছে বা যার কারণে কাতার সোজা হবে না তার জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দিয়েছেন বিশ্বনবী (সঃ)। কি সেই শাস্তি? আল্লাহ তার অন্তর পর্যন্ত বাকা করে দিতে পারে, হেদায়েত পাবে না।