Home খেলাধুলা ‘যদি এর মাঝে নতুন স্টেডিয়াম হয়ে যায় তাহলে আমাদেরও বিশ্বকাপ আয়োজনের চান্স...

‘যদি এর মাঝে নতুন স্টেডিয়াম হয়ে যায় তাহলে আমাদেরও বিশ্বকাপ আয়োজনের চান্স আছে’

এর মাঝেই পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু হয়ে গিয়েছে। আর ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব নিয়েছে ভারত। আর এই ব্যাপারেই কথা বলেছেন বিসিবি বস পাপন নিজেই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ঐ আসরের সহযোগী আয়োজক হতে চায়। এ ব্যাপারে এখনো ভারতকে অবহিত করা না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ২০২৩ বিশ্বকাপের কিছু ম্যাচ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা আছে।

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের উপরই মূলত নির্ভর করছে বিষয়টি। বোর্ড সভাপতির ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে এই স্টেডিয়াম প্রস্তুত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলে সহযোগী আয়োজক হওয়ার বিষয়টি আলোচনার টেবিলে ঠেলে দিবে বাংলাদেশ