Home খেলাধুলা মেসির রেকর্ড ভেঙে দিল এমবাপ্পে

মেসির রেকর্ড ভেঙে দিল এমবাপ্পে

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব বার্গের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তিনটি গোল করেন এই ফরাসি তারকা। সেই সাথে ভেঙে দেন লিওনেল মেসির রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে অন্তত ১৫ গোল করা সর্বকনিষ্ট ফুটবলার ছিলেন বার্সালোনার মেসি। ২১ বছর ২৮৮ দিন বয়সে ১৫ গোল করেছিলেন মেসি।

গতকাল সেটাই ভেঙে দিয়েছে এমবাপ্পে। এমবাপ্পে যখন ১৫ গোলের মাইলফলক স্পর্শ করেন তখন তার বয়স ২০ বছর ৩০৬ দিন।