Home খেলাধুলা মেসির পিছু লেগেই আছেন ব্রাজিল কোচ

মেসির পিছু লেগেই আছেন ব্রাজিল কোচ

লিওনেল মেসির পিছু লেগেই আছেন ব্রাজিল কোচ তিতে। সর্বশেষ মেসির একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে তিতের সঙ্গে তর্কে জড়ান মেসি। যে দৃশ্য মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ার ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দক্ষিণ কোরিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসিকে খোঁচা দিয়ে কথা বলেছেন তিতে।

পেলের সঙ্গে মেসির তুলনা হয় না উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, ‘পেলের সঙ্গে কারও তুলনা হয় না। যদি কেউ অন্য কারও তুলনা করে, তাহলে আমি কান খোলা রেখেও কিছু শুনি না।’

একটা সময় ছিল যখন এই তিতের মুখে শোনা যেত মেসির প্রশংসা। সেই কোচই এখন সুর বদলে ফেললেন, ‘মেসির সঙ্গে তুলনার তো বিশ্বাসযোগ্যতাই নেই। অতীতে অবশ্যই ওর (মেসির) প্রশংসা করেছি। এটাও বলেছি, ও অন্যদের থেকে আলাদা। কিন্তু সেটা, এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে।’