Home চিত্র বিচিত্র মেলাতে বিক্রি হয়ে গেল সুন্দরী মেয়ে

মেলাতে বিক্রি হয়ে গেল সুন্দরী মেয়ে

সদ্য যৌবনে পা দিয়েছে এমন মেয়ে থেকে শুরু করে সব বয়সের মহিলারা আসেন মেলাতে। আর সেটার কারণ হল এই মেলাতে এসে তারা তাদের জীবনসঙ্গ বেছে নিতে পারে।

এই মেলাতে মহিলারা আসে তাদের জীবন সঙ্গী বেছে নেয়ার জন্য। তবে মেয়েদের ক্ষেত্রে শর্ত একটাই। সেটা হল তাদের অবশ্যই কুমারী হতে হবে।

অদ্ভুত এই মেলা বসে বুলগেরিয়ায়। সেই মেলাতেই ছেলেরা এসে কিনে নিয়ে যায় পছন্দ মত নারীদের।

দেখুন তেমনই একটি ভিডিও