Home বিনোদন মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতে ঢাকায় সৃজিত!

মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতে ঢাকায় সৃজিত!

কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শোনা যাচ্ছে, দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতেই তার ঢাকায় অবস্থান করা। খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বরে সৃজিত-মিথিলা বিয়ের প্রস্তুতিও নিয়েছেন।

গেল মার্চে সংগীত শিল্পী অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। সেই কাজের সূত্রে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। গেল সেপ্টেম্বরে কলকাতায় সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজামন্ডপও ঘুরেছেন সৃজিত।

শুধু তাই নয়, নেপালেও তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। সম্প্রতি কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে সময় কাটাতে দেখা গেছে তাদের, ছবিও তুলেছেন সৌরভ গাঙ্গুলী, শাহরুখ খানসহ অনেকের সঙ্গে।