Home সারাদেশ মহিষ কোরবানির সময় আহত ১১, থামাতে পুলিশের গুলি

মহিষ কোরবানির সময় আহত ১১, থামাতে পুলিশের গুলি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কোরবানির সময় মহিষ হঠাৎ লাফিয়ে উঠে তাণ্ডব চালিয়েছে। এ সময় শিংয়ের গুঁতায় ১১ জনকে আহত করেছে।

ওই মহিষকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ তবে পুলিশের ছোড়া গুলি মহিষের গায়ে লাগেনি।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার যুগিহাটি গ্রামে আরিফুল সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

এদিকে, উৎসুক জনতা ভিড় করায় ওই মহিষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত মহিষটি ভূঞাপুর উপজেলার বিল নিকলা গ্রামে অবস্থান করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নির্দেশে ক্ষিপ্ত ওই মহিষকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়।

ততক্ষণে মহিষটি দেখতে আশপাশের হাজারও উৎসুক মানুষ চলে আসে বারবার উৎসুক জনতাকে সরতে মাইকে ঘোষণা দেয়া হলেও কেউ সরেনি। রাত ৮টার পরও মহিষটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।