Home খেলাধুলা মমিনুলকে অধিনায়ক করে ভারত সফরে দল ঘোষণা

মমিনুলকে অধিনায়ক করে ভারত সফরে দল ঘোষণা

আগামী ৮ জুলাই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ডাক্তার কে. থিম্মাপাইয়াহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ দলকে আমন্ত্রণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১০ জুলাই।

সেই উদ্দেশ্যেই বেঙ্গালুরু যাবে বাংলাদেশ। টুর্নামেন্টটি হবে ৪ দিন এবং এতে অংশ নেবে মোট ১৬ টি দল। এ, বি, সি ও ডি জোন- এই ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। যেখানে বিসিবি একাদশ আছে বি জোনে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে।

আগামী ৩ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।গ্রুপ পর্ব শেষে এ জোন ও ডি জোন এবং বি জোন ও সি জোনের শীর্ষ দলগুলো পরস্পরের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ও মাইসুরুর ৮টি ভেন্যুতে।

তাই আজ শনিবার এই টুর্নামেন্ট এর জন্য বিসিবি একাদশ ঘোষণা করছেন। এই একাদশ নিয়েই তারা ভারত সফরে যাবেন টুর্নামেন্ট খেলতে।

বিসিবি একাদশ: মমিনুল হক ( অধিনায়ক), জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি রাহী, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরি, রবিউল হক, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, সাইফ হাসান, নুরুল হোসেন সোহান, শহিদুল ইসলাম।