Home লাইফ স্টাইল ভালোবাসার মানুষের মেজাজ ভালো রাখতে দারুণ টিপস

ভালোবাসার মানুষের মেজাজ ভালো রাখতে দারুণ টিপস

মেয়েদের মন বোঝা নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটি। তবে মেয়েদের মন বোঝা এমন কঠিনও কিছু নয়। মূলত কিছু অভ্যাস মেয়েরা মেনে নিতে পারেনা। সেগুলো থেকে দূরে থাকলেই দেখবেন তাদের মেজাজ একেবারেই ঠান্ডা।

কি সেই অভ্যাস?

১. বাড়ির বেশির ভাগ কাজ কিন্তু মেয়েরাই করেন। তাই সঙ্গিনীর কাজকে গুরুত্ব দিন। সাংসারিক বিষয়গেলোতে কথা উঠলে, সেগুলো মন দিয়ে শুনুন, সম্ভব হলে প্রশংসাও করুন। এতে তারা বেশ খুশি হয়।

২. যত সমস্যাই হোক, তাদের সত্যিটাই বুঝিয়ে বলার চেষ্টা করুন। কারণ, আপনার মিথ্যা ধরা পড়ে গেলেই শুরু হতে পারে দীর্ঘমেয়াদী অশান্তির।

৩. মেয়েরা তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই সঙ্গিনীর সামনে তার আপনজনদের সম্পর্কে সমালোচনা না করাই ভালো।

৪. মেয়েরা সবসময় একটু বেশিই অভিমানী। তাই ছোট ছোট বিষয় হলেও, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন।

৫. কখনোই আপনার সঙ্গীকে অন্যের সাথে তুলনা করবেন না। এতে তারা কষ্ট পায়।

৬. মেয়েদের বেশি অপেক্ষা করাবেন না। কোথাও ঘুরতে যাওয়া বা ডেটের ক্ষেত্রে সব সময় সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। আর নয়তো অপেক্ষা করতে হলেই মেয়েদের মেজাজ বিগড়ে যেতে পারে।