Home খেলাধুলা ভারতের হয়ে খেলার জন্য হংকংকে বিদায় বললেন তিনি

ভারতের হয়ে খেলার জন্য হংকংকে বিদায় বললেন তিনি

হংকং জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া আনশুমান রাঠ দলটির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এমনকি ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। যার ফলে এবার হংকংকে বিদায় বলে দিলেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে হংকং কিকেট আমার জন্য যা করেছে তার জন্য আমি ক্রিকেট হংকংকে ধন্যবাদ জানাই। আমার ১২ বছর বয়স থেকে ক্রিকেট হংকং এর সঙ্গে সম্পর্কটা বেশ আনন্দদায়ক ছিলো। কিন্তু আমি বিশ্বাস করি এখনই সময় মুভ অন করার।’

তিনি আরো বলেন, ‘আমি হংকংয়ের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের শুভকামনা জানাই। আমি হংকং ক্রিকেটের ভবিষ্যৎ দেখতে চোখ রাখবো সব সময়। অবশ্যই, শেষমেশ ভারতীয় দলে খেলায় আসল উদ্দেশ্য।’

উল্লেখ্য, হংকংয়ের জার্সিতে ১৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাঠ।