Home খেলাধুলা ভারতের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মত বোলার খুঁজে পেয়েছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মত বোলার খুঁজে পেয়েছে বাংলাদেশ

ম্যাচ ঘুড়িয়ে দেওয়ার মতো ক্রিকেটার খুঁজে পেয়েছে বাংলাদেশ! বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর একেকজন ক্রিকেটারকে কেন্দ্রবিন্দু ধরে সাজানো হচ্ছে পরিকল্পনা। ক্রিকেট মিডিয়ার চোখে যা ‘এক্স ফ্যাক্টর’। বাংলাদেশের সেই ‘এক্স ফ্যাক্টর’ কে? এমন প্রশ্নে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মুখে কুলূপ!

অবশ্য আক্ষরিক অর্থে চুপ করে থাকেননি ওয়ালশ, দিয়েছেন কৌশলী উত্তর। প্রতিপক্ষের কাছে নিজেদের পরিকল্পনা খোলাসা করতে চান না সাবেক এই বোলিং কিংবদন্তী।

ওয়ালশ বলেন, ‘ওটা তো আমাদের গোপন অস্ত্র। প্রতিপক্ষকে আমরা জানতে দিতে চাই না। জেনে গেলে ওকে টার্গেট করা শুরু করবে।
নিজের শিষ্যদের প্রতি ওয়ালশের আছে অগাধ আস্থা। তিনি বলেন, আমরা কিছু খেলোয়াড় পেয়েছি যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এটি নির্ভর করছে নির্দিষ্ট দিন আর নির্দিষ্ট কন্ডিশনের ওপর।

দলের সবাই আত্মবিশ্বাসী জানিয়ে ওয়ালশ ক্রিকেটারদের সতর্কতার সাথে ব্যবহারে মনোযোগ দিচ্ছেন। তার ভাষ্য, আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি। দলের সবাই কমবেশি আত্মবিশ্বাসী। এটা বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ। এখানে সবাইকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।