Home বিশেষ প্রতিবেদন ভারতের পাইলট আটকের ভিডিও প্রকাশ করল পাকিস্তান- ভিডিও

ভারতের পাইলট আটকের ভিডিও প্রকাশ করল পাকিস্তান- ভিডিও

ভারতীয় পাইলট আটক করার পর একটি ভিডিও প্রকাশ করছে পাকিস্তান। তাতে দেখা গেছে, চোখ বাঁধা একজন লোক বলছেন, আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট। আমার সার্ভিস নম্বর-২৭৯৮১।-খবর ইন্ডিয়া টুডের।

পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন, আমাদের স্থলবাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে। তাদের একজন আহত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় প্রতি ভালো করে যত্ন নেয়া হবে। এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন।

দুই পাইলটের আটকের ব্যাপারে ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।