Home ধর্ম ব্রাজিলে কতগুলো মসজিদ আছে জানলে অবাক হবেন

ব্রাজিলে কতগুলো মসজিদ আছে জানলে অবাক হবেন

ফুটবলের দেশ ব্রাজিল। সারা বিশ্বে যত ফুটবলার তৈরি হয় তার চেয়েও বেশি নাম ডাক থাকে ব্রাজিলের ফুটবলারদেরই।

ব্রাজিলকে বলা হয় ফুটবলের তীর্থভূমি। আর এই ফুটবলের তীর্থভূমি ব্রাজিল ফ্রি সেক্সের দেশ সেটা অনেকেই জানে। ব্রাজিল বিধর্মীদের দেশ। কিন্তু আশার কথা হল এই ব্রাজিলে প্রতিনিয়তই বাড়ছে মুসলিমদের সংখ্যা এবং প্রসার হচ্ছে ইসলামের।

ল্যাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম এই দেশটি কিন্তু মুসলিম দেশ নয়। কিন্তু এখানে কতগুলো মসজিদ আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে।

১৭০০ এর বেশি মসজিদ আছে ব্রাজিলে। আর এসব মসজিদের মধ্যে কিছু সুন্দর ও ঐতিহ্যবাহী মসজিদকে দেখেনিন ভিডিওতে।