Home ভিন্ন খবর বৃষ্টি নয়, আকাশ থেকে ঝড়ল ‘মাছ বৃষ্টি’

বৃষ্টি নয়, আকাশ থেকে ঝড়ল ‘মাছ বৃষ্টি’

আকাশ থেকে বৃষ্টি-শিলাবৃষ্টি হয় এটাই স্বাভাবিক। আর বরফ পড়ার ঘটনাও নতুন কিছু নয় কিন্তু কখনও কি দেখছেন ‘মাছ বৃষ্টি’ মাছ বৃষ্টি বলতে একটি দুটি নয়, লাখ লাখ মাছ আকাশ থেকে ঝড়ে পড়ে।

রাস্তা-ঘাটে, বাড়ির সামনে, ছাদে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে হাজার হাজার মাছ! মাঝে মধ্যে নয়, প্রতি বছরই এমন ঘটনায় সাক্ষী হয়ে থাকেন মধ্য আমেরিকার হন্ডুরাসের লাখো মানুষ।-খবর জি নিউজের

মে থেকে জুলাই মাসের মধ্যে এমন ‘মাছ বৃষ্টি’ প্রতি বছরই হয় হন্ডুরাসের বিভিন্ন জায়গায়। স্থানীয়রা এই ঘটনাকে বলেন ‘জুভিয়া দে পেতেস’। স্প্যানিশ এই শব্দটির অর্থ হল ‘মাছের বৃষ্টি’।

আকাশ থেকে অঝোরে ঝরে পড়তে থাকে মাছ, স্কুইড, ব্যাঙ ও আরও কত কী! স্থানীয় প্রশাসরনর পক্ষ থেকে এ সময় রীতিমতো লোক নামিয়ে রাস্তাঘাট পরিষ্কার করাতে হয়।

আটলান্টিক মহাসাগর তার থেকে প্রায় ২০০ মাইল দূরে এই মাছের বৃষ্টি হয়। অনেকে মনে করেন, টর্নেডো বা সামুদ্রিক ঝড় আটলান্টিক মহাসাগরের বিভিন্ন অংশের মাছ উড়িয়ে এনে এই অঞ্চলে এনে ফেলে। কিন্তু এমন ঘটনা প্রতি বছর কী করে সম্ভব? এখনও এই ঘটনা নিয়ে ধোঁয়াশা রয়েছে।