Home বিনোদন বিয়ে নিয়ে এখন ভাবছি না: সৃজিত

বিয়ে নিয়ে এখন ভাবছি না: সৃজিত

বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জীর সম্পর্ক নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করতে চলেছেন।

এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সোমবার দুপুরে প্রকাশিত একটি খবরে জানা যায়, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

বিয়ের খবরটি ঠিক নয় বলে দাবি করে সোমবার সন্ধ্যায় হোয়াটস অ্যাপ বার্তায় সৃজিত মুখার্জি বলেন, আপনারা ভুল খবর শুনেছেন, এটা মোটেও ঠিক নয়।

হোয়াটস অ্যাপে তার কাছে জানতে চাওয়া হয়, কবে নাগাদ আপনারা বিয়ে করছেন।

সৃজিত বলেন, আসলে বিয়ে নিয়ে এখন ভাবছি না মোটেও। তাই কোনো মন্তব্যও করতে চাই না। নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।

এ বিষয়ে জানতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।