Home খেলাধুলা বিপিএলে নিজেদের নিয়মই মানলো না দুই দল

বিপিএলে নিজেদের নিয়মই মানলো না দুই দল

এবারের বিপিএলের নিয়মই মানলো না বিসিবির দুই দল। অথচ এই দুই দলেই যে ছিলো বিসিবির দুইজন কর্মকর্তা। কিন্তু তারাই যে মানলো না বিসিবির নিয়ম।

এবারের বিপিএলে কয়েকটি বিষয়ে বেশ স্পষ্ট অবস্থানে ছিল বিসিবি। বিসিবির অধিনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিপিএলে প্রতিটি দলকেই একজন লেগস্পিনার বাধ্যতামূলক ছিল। একই সাথে বাধ্যতামূলক আছে ১৪০ কি.মি. এর বেশি গতিতে বোলিং করা একজন বিদেশি পেসার। এবারের বিপিএলে ৭টি দলের মধ্যে দুটি দল চালাচ্ছে বিসিবি নিজেরাই। আর বিসিবির এই নিয়ম মানেনি বিসিবিরই সেই দুই দল।

এই দুটি দল হল রংপুর ও কুমিল্লা। দুটি দলই বিসিবির এই নিয়ম মানেনি। রংপুরের ১৪০ কি.মি. গতিতে বোলিং করতে পারা কোন আন্তর্জাতিক মানের পেসার নেই। একই সাথে নেই কোন লেগস্পিনার। দলে একমাত্র লেগস্পিনার আছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের তারকা রিশাদ হোসেন।