Home খেলাধুলা বার্সেলোনা নাটক শেষ হওয়ার পরে এবার নেইমারকে নিয়ে অন্য নাটক

বার্সেলোনা নাটক শেষ হওয়ার পরে এবার নেইমারকে নিয়ে অন্য নাটক

বেশ কিছুদিন ধরেই নেইমারকে দলে নেওয়ার জন্য বেশ চেষ্টা চালিয়ে গিয়েছিলো বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির সাথে কোন চুক্তি না মেলাতে পেরে সেটা আর সম্ভবপর হয়নি।

নেইমারের দল-বদল নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল পিএসজি ও বার্সা। সেই আলোচনায় শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ায় নেইমার মত পাল্টে ফরাসি ক্লাবটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ এর দেয়া তথ্য অনুযায়ী, নেইমার পিএসজিতে থাকার ইচ্ছাটা তার পরিবারকে জানান। তার এই ইচ্ছাটা আবার বার্সা ও পিএসজিকে জানিয়ে দেয় তার ঘনিষ্ঠরা।

এছাড়া নতুন মৌসুমে পিএসজি নেইমারকে ছাড়া বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে। তাই নিজের দিক বিবেচনা করেই নেইমার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। তবে এর মাধ্যমেই নতুন রিউমার যে আবারো বের হয়েছে আর সেটা হচ্ছে সামনের সিজনেই রিয়াল মাদ্রিদের যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি।